মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।
”পারিবারিক সহিংসতা ইভটিজিং, বাল্যবিবাহ,আত্মহত্যা, নারী ও শিশু নির্যাতনকে না বলি’’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০শে নভেম্বর) বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডের দুধসরা বাসষ্ট্যান্ড চত্বরে মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন এর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার (নিরস্ত্র) আব্দুল মান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম।
আরও পড়ুন >>>কুয়াশায় ঢাকা!।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব খান হানিফ, প্রমুখ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ সোহেল আরমান, পৌর আঃলীগ নেতা ফারুক হোসেন সহ স্থানীয় ঈমাম, শিক্ষক,সুধীজন ও বিভিন্ন প্রিন্ট পত্রিকা ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply