আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে পারিবারিক কলহে সেলিনা বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (১ডিসেম্বর) বিকালে পৌর এলাকার নওদাগা গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

দুই সন্তানের জননী গৃহবধূ সোনিয়া ওই গ্রামের আলমসাধু চালক ইয়াদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারনে ইয়াদুল তার স্ত্রীকে নিয়ে একই এলাকার শাবু মৃধার বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার বিকালে ঘরের টিনের বাশেঁর সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।


আড়ও পরুন>>>মাগুরা হতে নারী ও শিশু নির্যাতন এবং পর্ণোগ্রাফি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার


পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃতের স্বামী জানায়, দীর্ঘদিন যাবত আমার স্ত্রী অসুস্থ্য থাকায় সড়কের পাশেই একটি ভাড়া বাসায় বসবাস করছি। সকালে আলমসাধু ভাড়া নিয়ে আমি বাহিরে চলে যায়। বিকালে খবর পায় আমার স্ত্রী গলায় রঁশি দিয়ে ফাঁস দিয়েছে। নিহতের মামা নাসির উদ্দিন বলেন, আমার ভাগ্নী অসুস্থ্য থাকায় মানসিক ভাবে ভেঙ্গে পড়ে আত্মহত্যা করেছে। এঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :