আজ ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ির পাশে কবরস্থান থেকে বিষপানে মানসিক প্রতিবন্ধী রাজুর মরদেহ উদ্ধার

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গার দর্শনা থানার নিহালপুর গ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে নিহতে রাজুর বাড়ির পাশে গ্রামের কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের পরিচয় সনাক্ত করে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহালপুর পশ্চিমপাড়ার দাউদ বিশ্বাসের ছেলে রাজু আহমেদ (২৮)। তিনি মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে এবং তিনি গতকাল বিকাল থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, বুধবার সকালে গ্রামের এ বৃদ্ধা পার্শ্ববর্তী পুকুরে যাওয়ার সময় কবরস্থানের ভেতরে রাস্তার উপর রাজুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের বাড়িতে খবর দেয়। এরপর স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় মরদেহের একটি কান শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল বলে জানায় পুলিশ।

দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রাজুর প্যান্টের পকেটে কীটনাশক উরাডন বিষের প্যাকেট পাওয়া গেছে। তিনি আরও জানান, অধিকতর তদন্ত সাপেক্ষে রাজুর মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের দামুড়হুদা ও জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :