কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি।
বুধবার ৮ ডিসেম্বর কাজিপুরের গান্ধাইলে ৪ তলা বিশিষ্ট গান্ধাইল বালিকা উচ্চবিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন এম পি জয়।
সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত বিদ্যালয়ের সভাপতি শহিদ সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এম পি জয় বলেন আওয়ামীলীগ সরকার কথায় নয় কাজে বিশ্বাস করে,তাই যখন আওয়ামীলীগ ক্ষমতায় যায় তখন দেশে একের পর এক উন্নয়ন হয়।
প্রকৌশলী তানভীর শাকিল জয় যমুনার ভাঙ্গন থেকে রক্ষায় কাজিপুরের তীঁর সংরক্ষন কাজ সহ বিভিন্ন উন্নয়নের উল্লেখ করে তা রক্ষা ও সংস্কারের প্রতিচ্যূতি দেন।
তিনি জননেত্রী শেখ হাসিনা ও তার দল আওয়াসমীলীগ কে শক্তিশালি করার জন্য নেতা কর্মিদের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,শিক্ষা প্রকৌশল এর প্রকৌশলী আব্দুস সালাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক শাহআলম বিএস সি।
প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায়ে মেসার্স মোত্তালিব ব্রার্দাস কাজটি বাস্তবায়ন করেছেন।
পরে এম পি জয় কাজিপুর উপজেলার ১২ ইউনিয়নের মনোনয়ন প্রাপ্তদের সাথে মতবিনিময় করেন এবং মনোনয়ন ফর্ম জমাদানের উদ্বোধন করেন
Leave a Reply