রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।।
দু’শো বছর ইংরেজ কর্তৃক ঔপনিবেশিক শাসন-শোষণ,
নিপীড়ন নির্যাতন;
প্রগাঢ় অন্ধকারে নিমজ্জিত বাংলার আকাশ শ্রীহীন,
ক্রমশ দুর্বল চিত্ত- শীর্ণ প্রতিবাদে থেমে থেমে জ্বলছিল দ্রোহের আগুন!
জীবনের ফাঁদ পাতা ভুবনে সহসা এলে তুমি জাগ্রত;
গলি থেকে রাজপথ ,রেলপথ উজ্জীবিত চেতনায়-
গ্রাম-শহর নগর জনপদ!
পাকি বাহিনীর হিংসার তীরে বৃদ্ধ সোনার বাংলা- তৎকালীন পূর্ব পাকিস্তান;
উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা- কেড়ে
নিতে চাইল ওরা মায়ের মুখের মিষ্টি মধুর মাতৃভাষার অধিকার!
ভাষার দাবিতে তুমি এলে ধুমকেতুর নেয়- আলোকিত
উদ্ভাসিত হলো লাল সবুজ চত্বর!
স্বপ্নের পালে- বিপরীত স্রোতে লিখে দিলে স্বাক্ষর;
বাঙালির জাতীয় জীবনে রোপন করলে ভাষা যুদ্ধ-
বুনে দিলে স্বাধীনতার গাছ,
“রক্ত যখন দিয়েছি আরো দেবো- এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
“আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তবুও যার যা কিছু তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো।”
আরও পড়ুন-ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের স্যানেটারি প্যাডের ভেন্ডিং মেশিন উদ্ভাবন।
ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে-
অস্তিত্ব রক্ষার লক্ষ্যে অনুভূতির চরে ফুসে ওঠলো দ্বীপ;
কল্পনা ও বাস্তবতায়, আশা স্বপ্ন মনে জিইয়ে শুরু হয় স্বাধীকার আন্দোলন…
অবশেষে রূপ নেয় মুক্তির সংগ্রাম দীর্ঘ ৯-মাস রক্ত ক্ষয়ী যুদ্ধ!
বক্ষ বিদীর্ণ করে রক্তিম সূর্য ললাটে উঠলো সোনালী সূর্য;
বাংলার মাটিতে সগর্বে উড়লো বিজয় স্মারক;
লাল সবুজ পতাকার বেদীতে বিজয় উল্লাস!
৩০ লক্ষ শহীদের দীর্ঘ ৯-মাস শ্রমে-ঘামা মাঘা বিজয় অভিযান রক্ত দিয়ে লেখা ইতিহাস!
বিজয়ের মাস ১৬-ই ডিসেম্বর বাঙালির আবেগ অনুভূতি মিশে স্বপ্ন রঙিন;
সুখ- দু্ঃখ সহাবস্থানে অবস্থান- বছর ঘুরে বারবার!
নৃত্য পুনঃনির্ধারিত-কোন দৈব আকস্মিক বিপদ নয়,
চলে গেলে-যাও তুমি; প্রকৃতির নিয়মে যেতে হবে তাই!
বঙ্গবন্ধু ফিরে এসো সগর্বে এই বাংলার মাটিতে আবার; উদযাপিত হবে ১৬-ই ডিসেম্বর;
হানাদার বাহিনীর বুলেটে নয়,এই বাংলার মাটিতেই
শহীদ হলে- বর্বরোচিত হত্যার শিকার,
বুকে ঝড়, নিদারুণ শোক-তাপ,সেই যে গেলে ফিরে এলে না আর!
ফিরে ফিরে আসে বারবার কালরাত্রি ১৫-ই আগস্ট;
ম্লান হয়- চিরদিনের তরে বিজয়ের আনন্দ উচ্ছ্বাস;
কষ্টের লোনা জল অনুভূতিতে মিশে বেদনায় নীল!
কাল রাত্রির অন্ধকারাচ্ছন্ন মুহূর্তটি প্রগাঢ় আজও স্পষ্ট স্পর্শকাতর’
ভোরের আকাশে সোনালী সূর্যটি স্বাধীন বাংলায় চিরতরে অস্তমিত!
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি- বাঙালির সূর্য সন্তান!
তুমি জন্মেছিলে বাংলার মাটিতে, জন্ম নিল বাংলা
ভাষা;
তোমার চোখে আজ ও বেঁচে আছে স্বপ্ন আশা!
তুমি আছো শতকোটি বাঙালির চেতনায় জাগ্রত
উদ্ভাসিত;
তুমি রবে স্মৃতিতে চির অম্লান- প্রজন্ম থেকে প্রজন্ম! তোমার কীর্তি তে সুমহান…তুমি বর্ষিয়ান!
ক্ষণজন্মা পথিক এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান! বিজয় দিবসের প্রাক্কালে বঙ্গবন্ধু ও সকল মুক্তিযোদ্ধা- বুদ্ধিজীবী শহীদদের সশ্রদ্ধ সালাম;
সেদিন ৭-কোটি বাঙালি আজ দ্বিগুণেরও বেশী দোয়া ও শুভ কামনায়…
হৃদয়ের গভীর ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি করছি নিবেদন।
২০২১
Leave a Reply