নিজস্ব প্রতিবেদক।।
র্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে।
০৯ ডিসেম্বর ২০২১ তারিখ র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য সঙ্গোপনে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে কোম্পানী অধিনায়কের নেত্তৃত্ত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গত ০৯ ডিসেম্বর ২০২১ তারিখ দুপুর ১৫:৫০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামস্থ মেসার্স শরিফুল ইসলাম ফিলিং ষ্টেশন এর পাকা রাস্তার উপর পৌছালে কতিপয় সংখ্যাক লোক আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। স্বরুপ দাস(২৪), পিতা-অসীম দাস, সাং-কাদীরপাড়া, থানা শ্রীপুর, জেলা- মাগুরাকে গ্রেফতার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০১ কেজি গাঁজা, ৩০ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল, ০২টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/১৪(খ)ধারায় মামলা রুজু করা হয়।
Leave a Reply