আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গা হতে ০৬ কেজি গাঁজাসহ ০১ ব্যক্তিকে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক।।

র‌্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে
এরই ধাবাহিকতায় ০৯ ডিসেম্বর ২০২১ তারিখ ১৭.০০ ঘটিকার সময় র‌্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানাধীন লোকনাথপুর এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানাধীন লোকনাথপুর গ্রামে পেট্রোল পাম্পের মোড়ে মেসার্স আব্দুল্লাহ ব্যাটারী এন্ড মবিল সেন্টার এর সামনে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী ০১। মোঃ নওশাদ আলী(৩৫), পিতা- মোঃ নূর গোল্দার, সাং-ঠাকুরপুর, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০৬ (ছয়) কেজি গাঁজা, ০২টি সিম কার্ডসহ ০১টি মোবাইল এবং নগদ ১০৮০/- (এক হাজার আশি) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :