কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আটটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন নৌকার প্রার্থীরা। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গত বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক।
ওই আট ইউনিয়নে নৌকার প্রার্থীরা হলেন মাইজবাড়ি ইউনিয়নে আলহাজ্ব শওকত হোসেন, গান্ধাইল ইউনিয়নে গোলাম হোসেন, কাজিপুরে কামরুজ্জামান, চরগিরিশে জিয়াউল হক, তেকানীতে হারুনার রশিদ, নিশ্চিন্তপুরে খাইরুল ইসলাম, খাসরাজবাড়ীতে জহুরুল ইসলাম ও শুভগাছায় গিয়াস উদ্দিন । ইউনিয়নগুলোতে নৌকার প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থী নেই। আগামী ১২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে বাদ না গেলে তাঁরাই চেয়ারম্যান হতে চলেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৫২৯টি মনোনয়নপত্র জমা হয়েছে।
এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫টি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩২টি এবং সাধারণ সদস্য পদে ৩৮১টি।
আরো জানা গেছে, সোনামুখী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ ও সাধারণ সদস্য পদে ৪৬ জন। চালিতাডাঙ্গায় চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ৩৬ জন। গান্ধাইলে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ ও সাধারণ সদস্য পদে ৩৯ জন। শুভগাছায় চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ ও সাধারণ সদস্য পদে ২৬ জন। কাজিপুরে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫ ও সাধারণ সদস্য পদে ৩২ জন। চরগিরিশে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩০ জন। নাটুয়ারপাড়ায় চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ ও সাধারণ সদস্য পদে ২৬ জন। তেকানীতে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ২৩ জন। নিশ্চিন্তপুরে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ২৬ জন। মনসুরনগরে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ৩২ জন। মাইজবাড়ীতে চেয়ারম্যান পদে ১,সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৪১ জন। খাসরাজবাড়ীতে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ২৪ জমোট ৫৩০টি মনোনয়নপত্র জমা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৭টি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩২টি এবং সাধারণ সদস্য পদে ৩৮১টি।
আরো জানা গেছে, সোনামুখী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ ও সাধারণ সদস্য পদে ৪৬ জন। চালিতাডাঙ্গায় চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ৩৬ জন। গান্ধাইলে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ ও সাধারণ সদস্য পদে ৩৯ জন। শুভগাছায় চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ ও সাধারণ সদস্য পদে ২৬ জন। কাজিপুরে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫ ও সাধারণ সদস্য পদে ৩২ জন। চরগিরিশে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৩০ জন। নাটুয়ারপাড়ায় চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ ও সাধারণ সদস্য পদে ২৬ জন। তেকানীতে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ২৩ জন। নিশ্চিন্তপুরে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ২৬ জন। মনসুরনগরে চেয়ারম্যান পদে ৩, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ৩২ জন। মাইজবাড়ীতে চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৪১ জন। খাসরাজবাড়ীতে চেয়ারম্যান পদে ১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ ও সাধারণ সদস্য পদে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, কাজিপুর মূলত আওয়ামী লীগের ভোটব্যাংক। এখানে যত উন্নয়ন হয়েছে তার সবই প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম ও তাঁর ছেলে তানভীর শাকিল জয় এমপি করেছেন। এ কারণেই জনগণ আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেবে। নিশ্চিত পরাজয় জেনেই অন্য দলের বা স্বতন্ত্র প্রার্থীরা ভোট করতে সাহস পান না।
Leave a Reply