চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৪-১২-২১)।। চুয়াডাঙ্গা পৌর মার্কেট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় শহরের ঐতিহ্যবাহী শ্রীমান্ত টাউন হল সংলগ্ন স্হানে এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। ২৩ শতক জায়গার উপর নির্মিত এ ভবন নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা। ৯ম তলা বিশিষ্ট এ মার্কেট ভবনে প্রাথমিকভাবে বেজমেন্টেসহ দোতলা নির্মাণ করা হবে। প্রথম তলায় থাকবে বিভিন্ন ধরনের দোকান৷ দ্বিতীয় তলায় স্হাপন করা হবে আবুল হোসেন লাইব্রেরি ও কনফারেন্স রুম। পৌরসভার সহকারী প্রকৌশলী কাওসার আহমেদ জানান,কার্যাদেশের মেয়াদ ধরা হয়েছে ১ বছর। ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যালাস্কি এ্যাসোসিয়েট, কুষ্টিয়া৷
উদ্বোধনের পূর্বে দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি খুস্তার জামিলসহ অনেকে।
Leave a Reply