দর্শনা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে আজমপুর ইটভাটা মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন দর্শনা থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অন্তর। পরে নেতৃবৃন্দদের কে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমােনর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু।দর্শনা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুযাইফা মল্লিকের সভাপতিত্বে, দর্শনা থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইসলামুল হক আল -আমিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।
এসময় তিনি বলেন, মাদককে না বলি, অপরাধমুক্ত সমাজ গড়ি,নেতৃত্বে সৎ, গ্রহণযোগ্য, দক্ষ ও কমিটমেন্ট আছে এমন নেতাদের নেতৃত্ব আসতে হবে।তরুণ সমাজের বহু মেধাবী আছে আমরা তাদের হাতে এই সেচ্ছাসেবক লীগের নেতৃত্ব তুলে দিতে চাই । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে স্বেচ্ছাসেবক লীগ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান বিপ্লব, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভোলন,আক্তারুজ্জামান বাবু , মামুন খন্দকার, খাইরুল ইসলাম টোকন, মনিরুজ্জামান শুভ,বাঁধন, জাহাঙ্গীর, রানা আহম্মেদ রনি,আশিকুর, রাসেল, বিপ্লব, রবিন, রাজু,মুকিত,শিমুল,প্রিতম,রক্তিম, আকাশ, শাওন, সাজন, অলক, সিমান্ত সহ প্রমুখ।।
সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে সকলের সম্মতিক্রমে কমিটি দর্শনা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি তরিকুল ইসলাম সাগর ও অন্তুু শেখ কে সাধারণ সম্পাদক,রবিন মল্লিক কে যুগ্ম সাধারণ সম্পাদক, রাজু হুসাইন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে ।।
Leave a Reply