আজ ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে আলমসাধু ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৭

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাছ বোঝাই ইঞ্জিনচালিত আলমসাধু ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আছিয়া খাতুন (৩) নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের শহরতলির মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মুসলিমা খাতুনসহ আরও ৭ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন- নিহত শিশুর মা মুসলিমা খাতুন, বাবা রিপন আলী, ইজিবাইকের যাত্রী সোনিয়া খাতুন, মিল্টন হোসেন, আকলিমা খাতুন, রোজিনা খাতুন এবং দুর্ঘটনাকবলিত আলমসাধু চালক রাজিব হোসেন। এদের মধ্যে নিহত শিশুর মার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শিশু আছিয়া উপজেলার দরিবিন্নি গ্রামের রিপন হোসেনের মেয়ে।ফায়ার সাভিসকর্মী, পুলিশ ও নিহত শিশুর বাবা জানান, নিজের ইজিবাইক চালিয়ে পরিবাবের সদস্যদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে এসেছিলেন রিপন আলী। টিকা নিয়ে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছবোঝাই দ্রুতগতির আলমসাধু তাদের ইজিবাইকটিকে সামনা-সামনি ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। হাসপাতালের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, নিহত ওই শিশুটি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পায়। এতে প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আসার আগে পথেই তার মৃত্যু হয়। আহতরা চিকিৎসাধীন আছেন। হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দুর্ঘটনাকবলিত আলমসাধুটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :