বিশেষ প্রতিনিধি ।। বেগম রোকেয়া স্মরণে কন্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভা থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
পরে প্যানেল মেয়র উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠিকাদান সুপার ভাইজার আলি হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌরসভার সচিব এ এস এম রেজাউল করিম, কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, সাইফুল ইসলাম, ফরজ আলী, মুন্সি আলাউদ্দীন আহমেদ, মহলদার ইমরান, আবদুল আজিজ জোয়ার্দার মিন্টু, মুনছুর আলী মনো, শেফালী খাতুন, শাহিনা আক্তার রুবি ও টিকাদান সুপার ভাইজার আফরোজা পারভীন।
বক্তারা বেগম রোকেয়া কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শে আমাদেরকে অনুপ্রানিত করতে হবে।।
Leave a Reply