আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার


মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে রিয়াদ খাঁন (১৫) নামে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কপোতক্ষ নদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শিক্ষার্থী উপজেলার বাগডাঙ্গা গ্রামের সলেমান খাঁনের ছেলে ও বলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানাযায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নে সাইনবোর্ড নামকস্থানে তাদের একটি নিজস্ব রাইচ মিল রয়েছে। প্রতিদিনের ন্যায় অবসর সময়ে মিলে বসে ও মিল বন্ধ করে রাত ৮টার মধ্যে বাড়ি চলে আসে রিয়াদ। কিন্তু মঙ্গলবার রাতে সে বাড়িতে ফিরে আসেনি।
পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী কপোতক্ষ নদে একটি লাশ ভাসতে দেখে। ডান হাতের কব্জি বিছিন্ন ও গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর পরিবারের সদস্যরা এসে তার লাশ শনাক্ত করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর সার্কেল অফিসার মোহাইমিনুল ইসলাম। তিনি জানান, কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে, বিষয়টি এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে তদন্ত চলছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :