দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।
মাদকাসক্তি বর্তমান বিশ্বের মারাত্মক সমস্যা । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে , মাদকাসক্তি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে গ্রহণযোগ্য নয় এমন দ্রব্য অতিরিক্ত পরিমাণ গ্রহণ করা ও তার উপর নির্ভরশীল হয়ে পড়া । বিভিন্ন কারণে মানুষ মাদকাসক্ত হয় । এর মধ্যে সঙ্গদোষ , কৌতূহল , পারিবারিক কলহ , ধর্মীয় মূল্যবোধের বিচ্যুতি ও মাদকদ্রব্যের সহজলভ্যতা উল্লেখযোগ্য । বিশেষ করে যুবসমাজই মাদকাসক্তিতে সবচেয়ে বেশি আচ্ছন্ন । আর এই ধ্বংসের দ্বারপ্রান্তে দেশকে মাদকের কালো ছায়ায় পৌঁছাতে একটি চক্র স্বল্প টাকার জন্য নিজেদেরকেও গড়ে তুলছে দেশদ্রোহীতায়।
আরও পড়ুন-ঝিনাইদহের হরিণাকুন্ডু হতে ৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২
এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ ডিসেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক ৩.৪০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলা হতে ০১ টি পিকআপে মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান গাজীপুর জেলায় আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জিএমপি, গাজীপুর পূবাইল থানাধীন বসুগাঁও সাকিনস্থ
মেসার্স সাজন ফিলিং স্টেশন এর সামনে কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের উপর চেক পোস্ট স্থাপন করে মাদক ব্যবসায়ী ১) মোঃ কালাম মিয়া(৩৪), পিতা-মৃত ছিদ্দিক আলী, মাতা-মৃত নুরজাহান বেগম, সাং-হিলু রাজবাড়ী লালা বাজার, থানা-দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট এবং ২) মোঃ বাচ্চু (২৭), পিতা-তাহের মিয়া, মাতা-সজিদা বেগম, সাং-কড়কি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, এ/পি সাং-তেলীবাজার(আনোয়ার এর বাড়ির ভাড়াটিয়া), থানা-দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ২০ কেজি গাঁজা, ০১ টি পিকআপ, ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply