দর্শনা নাস্তিপুরে বিজিবি’র সোর্সকে গুলি করে হত্যা

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে বিজিবির সোর্স হিসেবে পরিচিত হয়রত আলি বিশ্বাস ওরফে হযোকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হযরত আলি নাস্তিপুর গ্রামের বাদলা বিশ্বাসের ছেলে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে , রাতে তিনি নিজের বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে ঘরের জানালা দিয়ে গুলি করে। এতে তিনি মারাত্মক আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চলতি মাসে সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি স্বর্ণের একটি বড় চালান আটক করে। এরই জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, রাত দেড়টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিলে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হযরত আলি বিজিবির সোর্স ছিলেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখোনি বলা যাচ্ছে না। তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে বলা যাবে।