ঝিনাইদহ প্রতিনিধিঃ
এক যুগ পর ঝিনাইদহে প্রকাশ্যে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকৎসার দাবীতে আগামীকাল বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপি সমাবেশ সফল ও বিপুল জনসমাগম করতে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত সমাবেশে শরীক হতে দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক হুইপ ও সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহবায়ক এড মশিয়ূর রহমান। ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এড এম এ মজিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি এড মুন্সি কামাল আজাদ পান্নু মঙ্গলবার বিকালে জানান, সমাবেশ সফল ও শান্তিপুর্ন করতে আমরা প্রশাসন ও গনমাধ্যমকর্মীদের সহায়তা চেয়েছি। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে বলেও বিএনপি নেতারা জানান।
Leave a Reply