আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে ইউএনও’র বিদায় ও বরণ অনুষ্ঠান

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ আরিফ হোসেনকে বিদায় সংবর্ধনা এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। অফিসার্স ক্লাবের আয়োজনে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে ক্লাবে বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অফিসার্স ক্লাবের সদস্য উপজেলা আইসিটি কর্মকর্তা সহিদুল ইসলাম শহীদ-এর সঞ্চালনায় অনুভুতি ব্যাক্ত করে বক্তব্য রাখেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মোঃ হুমায়ুন কবীর, এবং উপজেলার ৬ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানগণের পক্ষে রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, উপজেলা কৃষি অফিসার নুর জাহান খাতুন, ওসি(তদন্ত) দুলাল উদ্দীন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী সহ আমন্ত্রিত অতিথিসহ অফিসার্স ক্লাবের সদস্যগণ। বক্তাগণ বলেন, মোঃ আরিফ হোসেন উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) হিসেবে দায়িত্ব পালন কালে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন। এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন বলে অভিমত ব্যাক্ত করেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ আরিফ হোসেন বলেন, আমি মাত্র কয়েক মাসের কার্যকালে সবসময় চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করতে। আর কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি আপনাদের অকৃতিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম তাঁর বক্তব্যে উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকল দপ্তরের অফিসারগণের সহযোগিতা কামনা করেন। আলোচনা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) মোঃ আরিফ হোসেনকে সম্মাননা স্মারক ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমকে ফুল দিয়ে বরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :