আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজিপুরে সড়ক বিভাগের প্রসস্থকরণ কাজে নিম্নমানের ইটখোয়ার ব্যবহার হচ্ছে

কাজিপুর(সিরাজজগঞ্জ) প্রতিনিধি।

সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক ও জনপথ বিভাগের প্রসস্থকরণ কাজে নিন্মানের ইটখোয়ার ব্যবহার হচ্ছে।

স্থানীয় জনগণের অভিযোগের প্রেক্ষিতে ২ জানুয়ারি সোমবার সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সড়ক ও জনপথ বিভাগের প্রসস্থকরণ কাজে কাজিপুরের হাজির ব্রীজের উত্তর থেকে মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া বাজার এলাকা পর্যন্ত ৮কিঃ ২শ মিঃ কাজ বাস্তবায়ন করছেন মের্সাস ডাস্ট ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।প্রতিষ্ঠানটি কাজিপুরের পাশ্ববত্তী কুড়ালিয়া নামক স্থানে মালামাল রেখে রাস্তাটিতে সরবরাহ করছে।

এদিকে রাস্তাটির দুইদিকের সম্প্রসারন কাজের ব্যবহারিত বালি ও ইটের কাজে কুড়ালিয়ার অফিস থেকে নিন্মমানের ইট ও বালি মিশিয়ে রাস্তায় ব্যবহার করা হচ্ছে।এ বিষয়ে ঐ অফিসে ২ জানুয়ারিতে গিয়ে সরকারি কোন প্রতিনিধি পাওয়া যায়নী। নিন্মমানের ইটবিষয়ে উপস্থিত মের্সাস ডাস্ট ট্রেডার্স এর হিসাব সহকারি নিন্মমানের বিষয়টি স্বীকার করে ভালো ইট -খোয়া পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করেন।এ বিষয়ে স্থানীয় রতনকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা ক্ষোভ করে জানান এত বড় কাজে এ রকম বাজে খোয়ার ব্যবহার দুঃখজনক।

তিনি আরও জানান দুবলাই নামক স্থানে ঠীকাদার রাস্তার কাছঁঘেসে মাটি ফেলছে ।

এবিষয়ে মোবাইলে জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হলে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।

স্থানীয় লোকজন নিন্মমানের কাজ বন্ধে সংশ্লিষ্ট উদ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :