মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসন ও সাধারণ ওয়ার্ডের সদস্যরা শপথ গ্রহন করেছেন।
সোমবার (৩ জানুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান, জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। একইদিন দুপরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে নব-নির্বাচিত সংরক্ষিত আসন ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ বাক্য পাঠ করান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান- আব্দুল মান্নান, আব্দুল জলিল বিশ্বাস, শাহারুজ্জামান সবুজ, নজরুল ইসলাম ও মিজানুর রহমান খাঁন।
শপথ অনুষ্ঠানে নির্বাচিত সকল জন প্রতিনিধিদের নিষ্ঠা ও সততার সঙ্গে জনগণের সেবা দিতে নির্দেশনা দেওয়া হয়।
Leave a Reply