রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।
আগাছা ভরা জীবনের গল্প
গোলক ধাঁধায় পড়ে জীবন
মরীচিকাময়;
পেটে ক্ষুধা,মলিন মুখ-শীর্ণ বসন,
উস্কোখুস্কো চুল অসহায়ত্ব;
একমুঠো ভাতের আশায় আর্তনাদ;
স্বপ্ন তাদের নিকট স্বপ্ন বিলাশ!
পৃথিবী টাকার গোলাম-এক মোহ
অর্থ ছাড়া বেঁচে থাকা অর্থহীন
মানুষ নির্মম- নিষ্ঠুর ও স্বার্থপর!
দারিদ্রতা- ভয়ানক অভিশাপ;
দু’চোখে নামে এক বুক হতাশার
জল!
অভাবে নিমজ্জিত আঁধার জীবন,
প্রতি পদে পদে হোঁচট খায়,
অনন্ত ক্ষুধা পেটে বেঁচে থাকা শুধু
নিষ্ফল আয়োজন;
চোখের সামনে নৃত্য করে ক্ষুধার্ত
কঙ্কাল!
গরীবের ক্ষুধা সবচেয়ে বড় বিপদ,
দারিদ্রতা অবর্ণনীয় কষ্ট ;
দুর্ভাগ্যের রং গায়ে মেখে গরিবি
হাল- বৈচিত্রহীন দুর্নিবার…
সুস্থতা নিয়ে বেঁচে থাকাটা অদ্ভুত
মিরাকেল!
গরীবের অনেক কিছুই নেই অর্থবিত্ত
ধন সম্পদ-
প্রতিপত্তি, নাম খ্যাতি, মান সম্মান,
পৃথিবীতে নেই বিধায় হিসাব কম,
অনন্তকালের জীবন হবে আশির্বাদ!
বুঝে শুনে চল ওরে মন অনন্ত ক্ষুধা
পেটে নয়-
মনে পুষে পাবি কিরে পরকাল?
সুদ- ঘুষ, হারাম হালাল না বুঝলে
জীবন বেকার- বিফলে যাবে সব,
আলো ঝলমল ঝাড়বাতি,এসি এলইডি
টিভি ফ্রিজ, ব্যাঙ্ক ব্যালেন্স, সুন্দর নারী,
আলিশান বাড়ি, দামি গহনা শাড়ি,
গাড়ির বহর!
সৃষ্টিকর্তা বিত্তবানদের দেন অঢেল,
রুটি রুজি- ধন সম্পদ,প্রাচুর্য
কাউকে করেন দরিদ্র অভাবগ্রস্ত
কপর্দকশূন্য দিন হীন;
কাউকে করেন বুদ্ধি প্রতিবন্ধী বধির
বিকলাঙ্গ ও দৃষ্টিহীন-
কেউ কুঁড়েঘরে নির্মম জীবন যাপন,
দু’মুঠো ভাতের আশায় আর্তনাদ;
এইতো জীবন তাদের- সীমাহীন…
কোন দোষে ভাগ্যহত হিসাব মেলা ভার,
“জগত জুড়ে পাঠশালা তাঁর-সবাই ছাত্র”
জীবন এক পরীক্ষা ক্ষেত্র- আসা যাওয়া
প্রকৃতির খেয়াল সেতো ক্ষনিকের;
নিয়তির হাতের পুতুল বিধির বিধান!
২০২২
Leave a Reply