নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশে বহুল প্রচলিত তিনটি মরন নেশা। যার দরুন ধীরে ধীরে আমাদের আগামী প্রজন্ম মেধাহীন আর পঙ্গুত্ব বরন করে চলেছে, ধ্বংস হয়ে চলেছে পরিবার, রাষ্ট্র, সমাজ। খুব জনপ্রিয় এই নেশাজাতীয় দ্রব্য গুলো দেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে আড়ালে আবডালে দেদারসে বিক্রি হচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ জানুয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ০১১০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সফিপুর বাজার হাজী আমজাদ হোসেন মৃধা সুপার মার্কেট এর সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ ইমরান (২৬), পিতা-বাচ্চু সরদার, জেলা-বগুড়া এবং ২) মোঃ ফরিদুল ইসলাম (৪২), পিতা-মৃত মীর বক্স মন্ডল, জেলা-দিনাজপুরদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ২২ কেজি গাঁজা, ০২ টি মোবাইল ফোন এবং নগদ ৮০০/- টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply