আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০জানুয়ারি) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায়,গরুচুরি,মাদক, চোরাচালান,জুয়া, বাল্য বিবাহ,কিশোর গ্যাং, ফকিরগঞ্জ বাজারে মিনিবাস,সিএনজি , অটো বাইক বিশৃঙ্খলাভাবে স্ট্যান্ড করা, ফকিরগঞ্জ বাজারের ড্রেন নির্মাণ কাজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল ঘেষে জেলা পরিষদের দোকান ঘর নির্মাণের উপর গুরুত্বারোপ করে আলোচনা হয়। সভায় পরামর্শমুলক বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী থানার ওসি(তদন্ত) দুলাল উদ্দীন,উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, বোদা পৌর কমিশনার শাহাজাহান আলী প্রমুখ। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাহান,ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,বালাপাড়া ও গিরাগাঁও সীমান্ত ফাঁড়ীর বিজিবি কোম্পানী কমান্ডার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলায় সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে দাবী করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :