আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র্যা ব-৬, ঝিনাইদহ

নিজস্ব প্রতিবেদক।

প্রতি বছরের ন্যায় আসন্ন এই শীতের প্রকোপে ঝিনাইদহের বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ এর কোম্পানী কমান্ডার। তিনি গত ১০ জানুয়ারি ২০২২ তারিখ রাত আনুমানিক ২৩.০০ ঘটিকায় ঝিনাইদহ জেলার সদর থানার বিভিন্ন গ্রামস্থ এলাকায় ঘুরে ঘুরে গভীর রাত পর্যন্ত এই শীতে কাতর গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র পেয়ে অসহায় দুঃস্থ লোকজন র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এ সময় র‌্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক জানান, র‌্যাব জনস্বার্থে জনগণের সেবা করার জন্য সর্বদা নিয়োজিত থাকবে। প্রতি বছর অনেক গরীব অসহায় মানুষ শীতের সময় এই নির্মম কষ্ট সহ্য করতে না পেরে অনেকে মারা যায়। নারী, শিশু ও বৃদ্ধ মানুষেরা শীতের সময় অনেক কষ্টে দিন যাপন করে। তাদের এই কষ্ট কিছুটা লাঘবের জন্য র‌্যাব-৬ এর এটি একটি প্রয়াস মাত্র।

র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ভবিষ্যতেও এ ধরণের জনকল্যানমূলক কাজ অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :