আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার কোভিড আক্রান্ত বাংলা ছবির ‘ইন্ডাস্ট্রি’, পজিটিভ হলেন প্রসেনজিৎ

অনলাইন ডেস্ক।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা ছবির ‘ইন্ডাস্ট্রি’। তিনিও রক্ষা পেলেন না কোভিডের হাত থেকে। বুধবার কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন নায়ক। নিজেই জানিয়েছেন টুইটারে।

টুইটে প্রসেনজিৎ লিখেছেন, ‘দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।’

বুধবারই এই তালিকায় নতুন সংযোজন স্বস্তিকা মুখোপাধ্যায়। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই খবর। একই দিনে একই রোগে আক্রান্ত হয়েছেন টলিপাড়ার আরও এক শিল্পী, রূপম ইসলাম। তাঁর স্ত্রী এবং ছেলেও কোভিড পজিটিভ।

সুত্রঃ আনন্দ বাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :