আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কথা রাখোনি!

রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।

কথা দিয়েছিলে তুমি আসবে- কথা রাখনি
কেউ কথা রাখে না!
তুমি আসবে বলে পরেছি কাজল,
ঠোঁটে লিপস্টিক,কপালে টিপ,কবরিতে ফুল;
পরনে লাল বেনারসি- হাতে মেহেদির রং
সবই হয়ে গেল অকারণ তুমি আসনি যখন!
কথা দিয়েছিলে কিন্তু কথা রাখোনি
কেউ কথা রাখে না;
আদম( আঃ) ও কথা রাখেনি স্বয়ং বিধাতার;
কথা রাখলে কলুষিত পৃথিবীতে মনুষ্য জাতির
হয়তো হতো না আবিষ্কার!
কথা রাখবে না তবে কেন দিয়েছিলে কথা?
এভাবে কথা দিলে কথাই করবে তোমায় তিরস্কার!
রচনাকাল-২০০২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :