নিজস্ব প্রতিবেদক।
২২ জানুয়ারি ২০২২ ইং তারিখ র্যাব-৬, সিপিসি-২(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার সদর থানার মামলা নং-২৯ তারিখ: ১৮/০১/২০২২ এর ধারা ১৪৩/৪৪৮/৪২৭/৩২৩/৫০৬/১১৪ পেনাল কোড এর ০১জন নাশকতা সৃষ্টিকারী মামলার পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানাধীন বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাৎক্ষনিক ২২ জানুয়ারি ২০২২ইং তারিখ সময় ১২:০৫ ঘটিকায় ঝিনাইদহ জেলার সদর থানাধীন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ নাইসর মন্ডল(৩৩), পিতা- ওমর আলী, সাং- গড়িয়ালা, থানা- সদর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। উল্লেখ্য যে উক্ত গ্রেফতারকৃত আসামী ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ডের মেইন গেইট সংলগ্ন এনজিও অফিসের মধ্যে উক্ত আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা বেআইনীভাবে জনতাবদ্ধভাবে অফিস চলাকালে অনধিকারভাবে প্রবেশ করিয়া অফিসের সরকারী টেবিলের গ্লাস, চেয়ার,টেবিল,টেলিভিশন এবং অফিসের ভিতরে টানানো বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি ভাংচুর করিয়া আনুমানিক =১,০০,০০০/-(একলক্ষ)টাকার ক্ষতিসাধন করে। অফিসে কর্মরত কর্মচারীদের এলোপাথারিভাবে মারপিট করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply