চুয়াডাঙ্গা সংবাদদাতা (২৪-০১-২২)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ৫ দিন পর মাথাভাঙ্গা নদী থেকে পপি খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া নতুন ব্রীজের কাছে স্থানীয়রা একটি লাশ দেখতে পাই। টরে আলমডাঙ্গা থানা পুলিশ সন্ধ্যায় নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে। নিহত পপি খাতুন উপজেলার বেলগাছি গ্রামের নূর ইসলাম ভেলার মেয়ে। এ ঘটনায় পুলিশ স্বামীকে আটক করেছে।
স্বজনরা জানায়, পপি খাতুন গত ৫ দিন আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। এরপর পরিবারের লোকজন বিভিন্নস্হানে তাকে খোঁজ করে। অবশেষে আজ বিকালে মাথাভাঙ্গা নদী থেকে তার বিকৃত মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে। এবিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধ্বীন রয়েছে।
Leave a Reply