—✍️নুরুল আলম বাকু।
অবশেষে তুমি এলে বড় অবেলায়
হয় ভুল করে নয়তো মনের টানে
হয়তবা ইচ্ছারা উবে যাবে সহসাই।
গোধুলি আসন্ন, সূর্য্যটা হেলেছে পশ্চিমে
মোমের আবছা আলোয় বলিরেখা স্পষ্ট
রঙহারা শুভ্রসফেদ অগোছালো কেশগুচ্ছ ।
শপিংমলের রমরমা ব্যাবসায় ভাটা
ক্রেতারা খালি হাতে ফিরছে বাড়ির টানে
মালামাল গুটাবার পালা বিপনীবিতানে।
বেচাকেনায় দর কষাকষির প্রয়োজন শেষ
আটপৌরে জীবনে প্রাপ্তি আর পূর্ণতার হাহাকার
বেলা শেষে যেটুকু মেলে তাই বা কম কিসে?
ঘাটে বাঁধা নৌকার মাস্তুলে বসা মাছরাঙা
বার বার ছোঁ মেরে ফেরে নিজ অবস্থানে
ব্যর্থতার গ্লানি লুকাতে পাখা ঝাপটায়।
দিনের শেষে কর্মক্লান্ত রবি অস্তাচলে
আকাশে ভেসে থাকা সাদা মেঘে ধরা লালরঙ
ফেরার আপ্রাণ চেষ্টায় কালো মেঘের ফাঁকে।
আলোর ফেরিওয়ালা ত্রস্তপায়ে ফেরার পথে
চলছে আঁধারের কর্মযোগের ব্যস্ততা
এখন বাকি শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা।
Leave a Reply