অনলাইন ডেস্ক।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটিতে সম্পূর্ণ একটি নতুন শহর গড়ে তুলতে চান। আর নতুন শহর হিসেবে বেঁছে নেয়া হয়েছে লাহোরে অবস্থিত রভি নদীর পাড়কে (ইরাবতি নদী)।
সম্পূর্ণ নতুন একটি শহর গড়ে তুলতে ২০ বিলিয়ন ডলার খরচ করতে হবে পাকিস্তানকে।
তবে পাকিস্তানের সুপ্রীম কোর্ট রভি নদীর পাড়ে নতুন শহর গড়ে তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে।
কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, তার সরকার সুপ্রীম কোর্টের কাছে এ বিষয়টি নিয়ে আবেদন করবে।
শুক্রবার লাহোরে একদিনের সফরে যান ইমরান খান। এরপর যান প্রস্তাবিত শহরটির স্থানটিতে।
ইমরান খান জানান, লাহোর শহর দিনে দিনে বসবাসের অনুপযোগী হয়ে ওঠছে। তাই নতুন একটি শহর গড়ে তুলতে হবে।
এ ব্যপারে ইমরান খান বলেন, যদি বর্তমান লাহোর শহরের পরিধি বাড়ানো হয় তাহলে এখানে পানি ও ময়লার সমস্যা আরো বাড়বে। লাহোরে এখনো অপরিকল্পিত বাড়ি-ঘর তৈরি হচ্ছে। তাদের পয়ঃনিষ্কাষন ব্যবস্থা নিয়ে কোনো ধারনাই নেই।
তিনি আরো বলেন, এটি হবে একটি আধুনিক শহর, যেটি নির্মাণ করা হবে দুবাই ও মালয়েশিয়ার মতো করে। এই শহরের পরিধি বাড়ানো হবে।
সূত্র: ডন
Leave a Reply