অনলাইন ডেস্ক।
এবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন বলিউডের তিন প্রভাবশালী অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও হৃতিক রোশন। জানা গেছে, গুপ্তচর-কেন্দ্রিক এই ছবিতে নতুন কোনও চরিত্রে দেখা দেবেন না তারা, বরং তিনজনকেই দেখা যাবে তাদের আগের চরিত্রে।
বলিউডের নতুন চমক হিসেবে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এর কর্ণধার আদিত্য চোপড়া এমনটাই জানিয়েছেন।
শোনা যাচ্ছে, হৃতিক রোশনের ‘ওয়ার ২’ মুক্তি পাওয়ার পরে নাম ঠিক না হওয়া এই ছবির কাজ শুরু হবে।
ছবিতে তিন জনকেই দেখা যাবে, তাদের আগের চরিত্রে। ‘টাইগার’ ছবির ‘টাইগার’ হিসেবে দেখা দেবেন সালমান। ‘পাঠান’ ছবির ‘পাঠান’ হিসেবে অভিনয় করবেন শাহরুখ। আর ‘ওয়ার’-এর ‘কবীর’ হয়ে আসবেন হৃতিক।
বলেউড সূত্র বলছে, শাহরুখ-সালমান ও হৃতিকের এই ছবির মাধ্যমে ‘মার্ভেল’-এর ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর আমেজ দিতে চাইছে যশরাজ ফিল্মস। মূলত হলিউড ছবির মতো তিন চরিত্রকে মিলিয়ে দিতে চাইছেন আদিত্য চোপড়া। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
Leave a Reply