আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক।

ওমিক্রনের দাপটে নাজেহাল ভারত। করোনার তৃতীয় ঢেউয়ে সাধারণ মানুষের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন দেশটির একের পর এক তারকা। এ বার করোনা আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। তিনি নিজেই ভক্তদের সেই খবর জানিয়েছেন।

রবিবার (৩০ জানুয়ারি) ইনস্টাগ্রাম মেয়ে নিয়াশার ছবি পোস্ট করেছেন কাজল। মেহেন্দি হাতে মেয়ের ছবির ক্যাপশনে কাজল জানান নিজের ছবি পোস্ট করতে পারছেন না। কাজল সুলভ রসিকতায় ‘ডিডিএলজে গার্ল’ জানান সর্দিতে ব্যতিব্যস্ত তিনি। তাই নিজের ছবি পোস্ট করছেন না। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন। মেয়েকে ‘মিস’ করছেন।

কাজল ব্যস্ত ছিলেন তার আগামী ছবির কাজে। আপাতত ‘দ্য লাস্ট হুরেই’ ছবিতে তার শুটিং বন্ধ থাকছে বলে জানা গেছে। কাজলের মেয়ে পড়াশোনা সূত্রে রয়েছেন সিঙ্গাপুরে। কাজলের স্বামী অজয়ও করোনা আক্রান্ত কি না তা অবশ্য জানা যায়নি। কাজলের ইনস্টা পোস্টে মন্তব্য করেছেন তার অনুরাগীরা। সবাই দ্রুত তার সু্স্থতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :