অনলাইন ডেস্ক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পূর্ব মাদানি নগর মাদরাসা রোড টায়ার মার্কেট এলাকায় রাজিয়া সুলতানা নামের এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৪২) নামের এক সন্ত্রাসীর বিরুদ্ধে। এ বিষয়ে বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই ভুক্তভোগী নারী।
অভিযোগে প্রকাশ, গতকাল বিকেলে রাজিয়া সুলতানা তার বাড়ির ড্রেন পরিষ্কার করানোর সময় সাইফুল ইসলাম এসে বাধা প্রদান করলে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত সাইফুল ইসলাম রাজিয়া সুলতানার বুকে লাথি দিয়ে তাঁকে পানিতে ফেলে দেয়। পরবর্তীতে রাজিয়া সুলতানার ছোটভাই আরিফুল ইসলামকেও মেরে আহত করে অভিযুক্ত সাইফুল ইসলাম। এ সময় সাইফুল ইসলামের স্ত্রীও রাজিয়া সুলতানার ওপর চড়াও হয়।
ভুক্তভোগী ওই নারীর বড়বোনের স্বামী ফেরদৌস ইসলাম বলেন, অভিযুক্ত সাইফুল ইসলাম এর আগেও আমাদের সঙ্গে ঝামেলা করেছেন। আমরা আমাদের ড্রেনের কাজ করাচ্ছিলাম সেখানে সে এসে আমার শ্যালিকার ওপর আক্রমণ করেন। তিনি কি করে একজন মহিলার বুকে লাথি দিতে পারেন? আমরা এর বিচার চাই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।।
Leave a Reply