ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ৮ টি এবং শৈলকুপা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনিরা বেগম এই দুই উপজেলার নবনির্বাচিত ২০জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাদের শপথ বাক্য পাঠ করান। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সেলিম রেজা পিপিএ, হরিণাকুণ্ড উপজেলা নির্বার্হী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতিমা লিজা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান প্রমূখ।
এছাড়া বিকালে স্ব স্ব উপজেলায় নির্বাহী অফিসারের সভাপতিত্বে নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহন শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
উল্লেখ্য যে, এসব ইউপি চেয়ারম্যান ও সদস্যরা গত ৫জানুয়ারী ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচিত হন।
Leave a Reply