আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা তুলে দিলেন ফখরুল

অনলাইন ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা তুলে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে নেত্রীর বাস ভবনে বিএনপি মহাসচিব খালেদা জিয়ার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উয়িং কর্মকর্তা শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কানাডার হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান এবং তিনি যে এখনো গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থ অবস্থায়ও গৃহবন্দি আছেন- এসব কারণে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) তাকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে।

উল্লেখ্য, খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে সোহওয়ার্দী উদ্যানে এক জনসভায় তাঁর উপস্থিতিতে ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দিয়েছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :