দর্শনায় প্যারোলে মুক্ত হয়ে মায়ের দাফনে অংশ নিলেন হত্যা মামলার দুই আসামি।
দর্শনা কামারপাড়ায় মৃত শাহাত্তাব আলীর স্ত্রী ফুলছিরাতন নেসা (৮৮) গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
মৃত্যুবরণকারী ফুলছিরাতন নেসার দুই ছেলে একই গ্রামের শামসুলের ছেলে পিল্টু হত্যা মামলায় প্রায় ১৭/১৮ বছর ধরে চুয়াডাঙ্গা জেলা কারাগারে রয়েছে।
মা ফুলছিরাতন নেসার মৃত্যুর কারণে ছেলে আব্দুল মান্নান (৬২) ও আবুল কালাম আজাদ (৫৭) মায়ের দাফনকার্যে অংশগ্রহণ করতে পরিবারের আবেদনে প্যারোলে মুক্তি পাই।
প্যারোলে মুক্তিপ্রাপ্ত আসামীদ্বয়েরা চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি পুলিশ টিম ও দর্শনা থানা পুলিশ স্কট টিম তাদেরকে নিয়ে যায় নিজ গ্রাম দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামে বুধবার বাদ যোহর মৃত ফুলছিরাতন নেসার নামাজের জানাযা শেষে গ্রামের কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
এরপর দাফনকার্য শেষে আসামী আব্দুল মান্নান ও আবুল কালাম আজাদকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।
Leave a Reply