আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরপা এলাকায় অভিযানে ৩০ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক।

মাদকের থাবায় নাস্তানাবুদ একটি প্রজন্ম। শহর থেকে গ্রাম, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়—সর্বত্রই মাদক পাওয়া যাচ্ছে হাতের নাগালে। মাদক এক নীরব ঘাতক। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়েবিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার মূলে রয়েছে মাদক। পাড়া-মহল্লায় উঠতি বয়সের কিশোর গ্যাং গ্রুপগুলো যে অপরাধমূলক কাজ করছে তার পেছনেও রয়েছে এই মাদক।

এরই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে র‍্যাব ১১ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , চট্টগ্রাম থেকে একটি পণ্যবাহী ট্রাকে করে অবৈধ মাদক দ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছে । উক্ত সংবাদ প্রাপ্তির পর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বরপা সাকিনস্থ ঢাকা সিলেট মহাসড়কের পাশে এমবিয়েন্ট স্টীল ( বিডি ) লিঃ এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে ০২ জন মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ সাকিব ( ২৩ ) , পিতা – মোঃ আশরাফুল , সাং – ঢেকড়া , খলশি , থানা – বদলগাছী , জেলা নওগা এবং আসামী ২। মোঃ মানিক ( ৪০ ) , পিতা – কোমর , সাং – ঢেকড়া , খলশি , থানা – বদলগাছী , জেলা – নওগা’দ্বয়কে ৩০ কেজি গাঁজা , মাদক বিক্রয়ের নগদ ২৫,৫৬০ / – টাকা , মাদক পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী ট্রাক এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :