উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রোববার (১৩ ফেব্রুয়ারি)। এই রেজাল্টের প্রত্যাশায় সারা দেশের লাখো শিক্ষার্থীদের মাঝে ছিলেন ঢালি পাড়ার দুই চিত্রনায়িকা পূজা চেরি ও প্রার্থনা ফারদিন দীঘিও।
সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নেন পূজা চেরি এবং স্ট্যামফোর্ড কলেজ থেকে অংশ নেন প্রার্থনা ফারদিন দীঘি।
পরীক্ষায় পূজা পেয়েছেন জিপিএ ৪.০৮ এবং দীঘি পেয়েছেন জিপিএ ৩.৭৫।
পূজা বলেন, ‘পরীক্ষার আগে টানা শুটিং করেছি। শুটিং শেষে পরীক্ষায় অংশ নিয়েছি। স্বাভাবিকভাবে এই ফলে আমার সন্তুষ্ট থাকা উচিত। বাবা-মা, পরিবারের সবাই খুশি। আমিও খুশি, কিন্তু মনে হচ্ছে আরেকটু বেশি পয়েন্ট পেলে ভালো হতো।’
দীঘি বলেন, ‘আমি এ মাইনাস পেয়েছি, প্রাপ্ত পয়েন্ট ৩.৭৫। সারাদিন শুটিং করে পড়াশোনা করেছি। করোনা মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল সবকিছু। সব মিলিয়ে এই ফলাফল খারাপ না। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে পরিকল্পনা করতে হবে।’
Leave a Reply