রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।
ফাল্গুন এসেছে ফিরে বসন্ত রাগে- লেগেছে রং বনে, ছড়িয়ে পড়েছে আভা বৃক্ষ মঞ্জুরী,পুষ্প পত্র শোভিত শাখে আপন খেয়ালে;
প্রকৃতি ও পরিবেশ-এক সূত্রে বেঁধে অকৃত্রিম বাহু ডোরে…
মাট- ঘাট, ধান, পাট, আখ, ক্ষেতে দোয়েল শ্যামা
উন্মুখ মহা প্রনয়ে ;
মিলনের মধু চন্দ্রিমা তিথিতে মেতেছে সঙ্গমে এই
ভরা ফাগুনে!
রাখালের বাঁশির সূর ভেসে যায় মেঠো পথ ধরে দূর সূদূরে…
বাঁশঝাড়,ঝাউবন, নদ নদী পেরিয়ে ঐ তেপান্তরে,
সরিষার ক্ষেতে হলুদের সমারোহ সবুজ বিছানা
বিছিয়ে!
নাচে উন্মনা মন, নয়নাভিরাম দৃশ্য লাগে দোল হৃদয়ে;
অবাধ কিশোরীর শাড়ির আঁচল ওড়ে দক্ষিনা আউলা বাতাসের বাউলা পরশে!
শাপলা- শালুক নাচে,রাজহাঁস,পানকৌড়ি,বক পাখি মাছরাঙাদের আনাগোনা ঝিলে- বিলে,
বছর ঘুরে ফিরে এসেছে ফাগুন বাংলার তনু মনে;
বালক-বালিকারা মেতে ওঠে গোল্লাছুট, কাবাডি,
হাডুডু, কানামাছি,পুতুল বিয়ে, চড়ুইভাতিতে;
ফাগুন এসেছে ওই বসন্ত রাগে মেখেছে রং গায়ে
আপন খেয়ালে!!
শত শতাব্দী ধরে ঋতুরাজ মহাকালের সাক্ষী হয়ে,
কালের পরিক্রমায় ফিরে আসে বারবার ষড়ঋতুর এই দেশে!!
Leave a Reply