আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রয়াত বাপ্পি লাহিড়ি, বয়স হয়েছিল ৬৯! সুরের জগতে ফের ইন্দ্রপতন

অনলাইন ডেস্ক।
প্রয়াত সুরকার এবং গায়ক বাপ্পি লাহিড়ি মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৬৯ বছরl

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে মত্যু হয় তাঁর৷ তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী, এখনও পর্যন্ত হাসপাতালের তরফে সে বিষেয় জানা যায়নি৷ পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি৷ যদিও বাপ্পি লাহিড়ির এই মৃত্যুসংবাদ কিছুটা অপ্রত্যাশিতই সঙ্গীতপ্রেমীদের কাছে৷

হাসপাতালের এক চিকিৎসক জানান, ‘বাপ্পি লাহিড়ির পরিবার যখন তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছয় তখন তাঁর রক্তচাপ খুবই কম ছিল৷ আমরা তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হই৷
১৯৭০-‘৮০-এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ি৷ ‘ডিস্কো ড্যান্সার’, ‘শরাবি’, ‘চলতে চলতে’- তালিকাটা দীর্ঘ৷ আবার বাংলাতেও অমর সঙ্গী সহ একাধিক জনপ্রিয় ছবির হিট গানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাপ্পি লাহিড়ির নাম৷ হিন্দির মতো বাংলা সিনেমার সঙ্গীতকেও একই ভাবে সমৃদ্ধ করেছেন তিনি৷ ২০২০ সালে হিন্দি ছবি ‘বাগি থ্রি’-তে শেষবার বলিউডের কোনও ছবিতে সুর দিয়েছিলেন তিনি৷

আরও পড়ুন: বলিউডে যাত্রাপথের শুরুতেই লতার সঙ্গে দ্বৈত, মুম্বই থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতায় চলে এলেন কেন?

প্রথমে লতা মঙ্গেশকর, তার পর সন্ধ্যা মুখোপাধ্যায় এবং এবার বাপ্পি লাহিড়ি৷ গত কয়েক দিনে বাংলা সহ গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের কাছে একের পর এক দুঃসংবাদ এসেই চলেছে৷

জলপাইগুড়ির ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করা অলোকেশ লাহিড়ি গোট বলিউডের কাছে হয়ে উঠেছিলেন বাপ্পিদা৷ সদাহাস্য বাপ্পি লাহিড়ি, তাঁর অভিনব সাজ পোশাকের মতোই চিরসবুজ গানগুলিও সঙ্গীত প্রেমীদের মধ্যে অমর হয়ে থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :