অনলাইন ডেস্ক।
ওমানের ফটোগ্রাফার তুর্কি বিন ইব্রাহিম আল জুনাইবির একটি ছবি এ বছরের হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছে। জুনাইবি একটি ছোট্ট ওমানি মেয়ের ছবি তুলেছিলেন। যার সবুজ চোখ হীরের মতো জ্বলজ্বল করছে। পুরস্কারে জুনাইবিকে দেওয়া হয়েছে প্রায় ৩ কোটি টাকা এবং একটি সার্টিফিকেট।
ওমানের ফটোগ্রাফার তুর্কি বিন ইব্রাহিম আল জুনাইবির একটি ছবি এ বছরের হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড পেয়েছে। জুনাইবি একটি ছোট্ট ওমানি মেয়ের ছবি তুলেছিলেন। যার সবুজ চোখ হীরের মতো জ্বলজ্বল করছে। পুরস্কারে জুনাইবিকে দেওয়া হয়েছে প্রায় ৩ কোটি টাকা এবং একটি সার্টিফিকেট।
চোখ’ থিমে অনুষ্ঠিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় জুনাইবি-সহ সারা বিশ্বের হাজারের বেশি ফটোগ্রাফার তাঁদের শ্রেষ্ঠ ছবি অন্তর্ভুক্ত করেন। জুনাইবি জানিয়েছেন, তিনি মেসিরাহ আইসল্যান্ডে মেয়েটির ছবি তুলেছিলেন। সংগৃহীত ছবি।
চোখ’ থিমে অনুষ্ঠিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় জুনাইবি-সহ সারা বিশ্বের হাজারের বেশি ফটোগ্রাফার তাঁদের শ্রেষ্ঠ ছবি অন্তর্ভুক্ত করেন। জুনাইবি জানিয়েছেন, তিনি মেসিরাহ আইসল্যান্ডে মেয়েটির ছবি তুলেছিলেন। সংগৃহীত ছবি।
ফটোগ্রাফার জুনাইবি করোনার আগে ভারতে এসেছিলেন। সেই সময়ে, তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে বেনারসের অনেক ছবিও শেয়ার করেন। সংগৃহীত ছবি।
জুনাইবি বলেন, এটা আমার জন্য গর্বের মুহূর্ত। আমি ওমানের সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। তার ফলে দেশে পর্যটকের সংখ্যা বাড়বে। সংগৃহীত ছবি।
Leave a Reply