চুয়াডাঙ্গা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কষ্টে ভরা জীবন!

Padma Sangbad

✍️নুরুল আলম বাকু

কষ্টে ভরা জীবন আমার
কষ্টে ভরা মন
কষ্টের মাঝে কাটছে আমার
সারাটি জীবন।

কষ্টে ভরা মনটা তবুও
ঠোঁটে সুখের হাসি
কষ্টে ভরা জীনটাকেই
বড্ড ভালবাসি।

কষ্ট আমার জীবন সাথী
কষ্টে ভূবন ভরা
কষ্টের মাঝে একটু সুখেও
হই যে আত্মহারা।

কষ্টে আমার জীবন ভরা
কষ্টেই আমার সুখ
শত কষ্টের মাঝেও আমার
মলিন হয় না মুখ।

কষ্ট রঙের শিল্পী আমি
আঁকি কষ্টের ছবি
কষ্টের রঙে কাব্য রচি
আমি কষ্টের কবি।

কষ্টে জ্বালাই সান্ধ্য প্রদীপ
কষ্টে কাটাই রাত
কষ্ট আমায় রোজ সকালে
জানায় সুপ্রভাত।

কষ্ট আমার গহীন মনে
জ্বালায় সুখের আলো
কষ্টের মাঝে পাই যেটুকু
সেটুকুই মোর ভাল।

কষ্টে ভরা হৃদ মাঝারে
চলছে সদা রক্তক্ষরণ
কষ্টলীলা সাঙ্গ হলে
হয় যেন মোর মরণ।

আপডেট : ০৩:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

কষ্টে ভরা জীবন!

আপডেট : ০৩:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২

✍️নুরুল আলম বাকু

কষ্টে ভরা জীবন আমার
কষ্টে ভরা মন
কষ্টের মাঝে কাটছে আমার
সারাটি জীবন।

কষ্টে ভরা মনটা তবুও
ঠোঁটে সুখের হাসি
কষ্টে ভরা জীনটাকেই
বড্ড ভালবাসি।

কষ্ট আমার জীবন সাথী
কষ্টে ভূবন ভরা
কষ্টের মাঝে একটু সুখেও
হই যে আত্মহারা।

কষ্টে আমার জীবন ভরা
কষ্টেই আমার সুখ
শত কষ্টের মাঝেও আমার
মলিন হয় না মুখ।

কষ্ট রঙের শিল্পী আমি
আঁকি কষ্টের ছবি
কষ্টের রঙে কাব্য রচি
আমি কষ্টের কবি।

কষ্টে জ্বালাই সান্ধ্য প্রদীপ
কষ্টে কাটাই রাত
কষ্ট আমায় রোজ সকালে
জানায় সুপ্রভাত।

কষ্ট আমার গহীন মনে
জ্বালায় সুখের আলো
কষ্টের মাঝে পাই যেটুকু
সেটুকুই মোর ভাল।

কষ্টে ভরা হৃদ মাঝারে
চলছে সদা রক্তক্ষরণ
কষ্টলীলা সাঙ্গ হলে
হয় যেন মোর মরণ।