আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

একুশ এলে মনে পড়ে!

রাশিদা- য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।

একুশ আমার মুখের ভাষা স্বাধীনতা
শিল্প- সংস্কৃতি- সভ্যতা,
একুশ মানে বাংলা মায়ের
দামাল ছেলের রক্তে আঁকা
লক্ষ শহীদের বিজয়গাথা!

একুশ আমার আবেগ অনুভূতি বর্ণমালা
শিশির স্নিগ্ধ সকাল বেলা,
বৃষ্টি ভেজা ক্লান্ত দুপুর,
জোসনা রাতের নিঃস্ব প্রহর গল্প কবিতা।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর
শহীদ মিনারে জনস্রোত…
কাঁদে ধরণী, কাঁদে বাঙালি
আকাশে বাতাসে বিরহ বাতাস;
ফুলেল শ্রদ্ধা সবিনয়ে,
তোমাদের কথা স্মরণ করে!

ঋণী করে গেছো মোদের
তোমাদের ঋণ শুধবো মোরা কেমন করে!
দোয়া ভালোবাসায় সিক্ত তোমরা-
ঘুমিয়ে আছো স্বাধীন দেশে;
ভুলিনি আমরা ভুলিনি তোমাদের
স্মরণ করি সগর্বে,
একুশ এলে মনে পড়ে- বড্ড বেশি মনে পড়ে!

২০২০
(অস্থির সময়ে ক্লান্ত পাখিরা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :