আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কে হবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী?

অনলাইন ডেস্ক।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকারের নির্বাচনের খুব একটা সময় বাকী নেই। নিয়ম অনুযায়ী আগামী ২১মে’র মধ্যে ইনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর ২১মে’র কমপক্ষে ৩৩ দিন আগে সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

তাই আজ থেকে যেকোনো সময় নির্বচানের তারিখ নিয়ে সরকারী ঘোষণা আসতে পারে।

ইতিমধ্যে রাজনৈতিক নেতারা আট-ঘাট বেঁধে নেমে গেছেন নির্বাচনী প্রচারণায় । সময় মত টিকা সরবরাহ করার ব্যর্থতাসহ সম্প্রতি ওমিক্রনের বিস্তার ক্ষমতাসিন সরকারকে ভাবিয়ে তুলেছে।

তাই কোভিড মহামারী থেকে পুনরুদ্ধারের বিষয়টি এবারের নির্বাচনের অন্যতম ইস্যু হবে বলে মনে হচ্ছে।

অস্ট্রেলিয়ার অন্যতম জনমত জরীপ সংস্থা নিউজ পোলের জরীপের ফলাফল বেরিয়েছে আজ। নিউজপোলে খুব একটা ভালো অবস্থানে নেই লিবারেল-ন্যাশনাল জোট সরকার।

দুই দলের পছন্দের ক্ষেত্রে জোট-সরকারের ৪৪ পয়েন্টের তুলনায় বিরোধীদল ৫৬ পয়েন্টে এগিয়ে আছে। ২০১৮ সালের পর এটিই জোটের সবচেয়ে খারাপ ফলাফল।

এদিকে পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে স্কটমরিসনও আগের অগ্রগামী অবস্থান হারিয়েছেন। ঠিক এক বছর আগে তিনি বিরোধী দলের নেতা অ্যান্থোনি আলবেনিজির চেয়ে ৩৫ পয়েন্টে এগিয়েছিলেন।

অথচ মাত্র ৩৬৫ দিনের মধ্যে আজ তাঁদের মধ্যে ব্যবধানহল মাত্র ২ পয়েন্ট। নিউজপোলের সাম্প্রতিক ফলাফল জোট সরকারকে রীতিমত ভাবনায় ফেলে দিয়েছে।

জরীপমতে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা লেবার পার্টিকে এখন মহামারী মোকাবেলার জন্য যোগ্য দল বলে মনে করছে।

জরিপের ফলাফলে উজ্জ্বীবিত হয়ে বিরোধীনেতা অ্যান্থনি আলবানিজি ওমিক্রনের বৃদ্ধির ফলে সৃষ্ট রেপিড অ্যান্টিজেনটেস্টের ঘাটতির জন্য সরকারের কড়া সমালোচনা করে চলেছেন।

অন্যদিকে পাল্টাব্যবস্থা হিসাবেবয়স্ক-পরিচর্যাকর্মীদের জন্য সরকার অতিরিক্ত ২১০ মিলিয়নডলার নগদ অর্থ প্রদানের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।

নিউজপোল জরীপের ফলাফল যদি সত্যি হয় তাহলে বিরোধীদল আসন্ন নির্বাচনে বড় ধরনের বিজয় পেতে পারে।
(গালফ বাংলা এক বার্তায় যানায়)
তবে সরকার নিউজপোলের ফলাফলকে খুব একটা গুরুত্ব না দিয়ে বলছে, মিডিয়ায় প্রকাশিত জনমত জরীপের ভবিষ্যদ্বাণী আগেও অনেকবার ভুল বলে প্রমাণিত হয়েছে।

ফলাফল যাই হোক, এবারের নির্বাচনে দুইদলের মধ্যে যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে তাতে কোনো সন্দহে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :