মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
দীর্ঘ নয় বছর পর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে.এম হোসেন আলী হাসান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য প্রমুখ।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উক্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রেফাজ উদ্দিন মাস্টারকে সভাপতি, খলিলুর রহমান সিরাজীকে পুনরায় সাধারণ সম্পাদক, সাইদুল ইসলাম তালুকদারকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও সহীদ সরোয়ারকে ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আংশিক কমিটি ঘোষণা করেন এস,এম,কামাল।
Leave a Reply