চুয়াডাঙ্গা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী

Padma Sangbad

অনলাইন ডেস্ক।
মোদী-পুতিনের মধ্যে কী কথা হতে পারে, তা নিয়ে জল্পনা তুঙ্গে
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের সঙ্গে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ইউক্রেনের যুদ্ধ-পরিস্থিতি নিয়ে কেন্দ্রের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। ওই বৈঠকের পর বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, রাত ১১টা নাগাদ পুতিনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর বাসভবনেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সঙ্কট নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকা হয়। প্রধানমন্ত্রী ছাড়া বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শংকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

গত মঙ্গলবার পূর্ব ইউক্রেনের দুই প্রদেশকে পুতিন ‘স্বাধীন’ ঘোষণা করতেই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। তখন থেকেই ইউক্রেনে কর্মসূত্রে বা পড়াশোনা করতে যাওয়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজে তৎপর হয় মোদী সরকার। বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সকালে পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনে সেনা অভিযান চালায় রাশিয়া। আর এর পর ইউক্রেন আকাশসীমা বন্ধ করতেই আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর কাজ বন্ধ হয়ে যায়। মূলত এই বিষয়টি নিয়েই উদ্বিগ্ন কেন্দ্র। সূত্রের খবর, মোদীর বাসভবনের বৈঠকেই এই বিষয়টিতে আলোচনা হতে পারে।

এ ছাড়াও, ইউক্রেনের তরফে ভারতের কাছে সাহায্যের আর্জি জানানো হয়েছে। এ ক্ষেত্রে ভারত কার পাশে দাঁড়াবে? রাশিয়ার না ইউক্রেনের? না কি আরও কিছুটা সময় নিয়ে জল কোন দিকে গড়ায়, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে? সূত্রের দাবি, এই সব বিষয় নিয়ে আলোচনা করতে পারেন মোদী-জয়শঙ্কর-রাজনাথ-শাহেরা।

সুত্রঃ আনন্দ বাজার।

আপডেট : ১০:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী

আপডেট : ১০:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

অনলাইন ডেস্ক।
মোদী-পুতিনের মধ্যে কী কথা হতে পারে, তা নিয়ে জল্পনা তুঙ্গে
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনের সঙ্গে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই ইউক্রেনের যুদ্ধ-পরিস্থিতি নিয়ে কেন্দ্রের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। ওই বৈঠকের পর বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানান, রাত ১১টা নাগাদ পুতিনের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রীর বাসভবনেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সঙ্কট নিয়ে আলোচনার জন্য বৈঠক ডাকা হয়। প্রধানমন্ত্রী ছাড়া বৈঠকে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী এস জয়শংকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

গত মঙ্গলবার পূর্ব ইউক্রেনের দুই প্রদেশকে পুতিন ‘স্বাধীন’ ঘোষণা করতেই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। তখন থেকেই ইউক্রেনে কর্মসূত্রে বা পড়াশোনা করতে যাওয়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজে তৎপর হয় মোদী সরকার। বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী সকালে পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনে সেনা অভিযান চালায় রাশিয়া। আর এর পর ইউক্রেন আকাশসীমা বন্ধ করতেই আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর কাজ বন্ধ হয়ে যায়। মূলত এই বিষয়টি নিয়েই উদ্বিগ্ন কেন্দ্র। সূত্রের খবর, মোদীর বাসভবনের বৈঠকেই এই বিষয়টিতে আলোচনা হতে পারে।

এ ছাড়াও, ইউক্রেনের তরফে ভারতের কাছে সাহায্যের আর্জি জানানো হয়েছে। এ ক্ষেত্রে ভারত কার পাশে দাঁড়াবে? রাশিয়ার না ইউক্রেনের? না কি আরও কিছুটা সময় নিয়ে জল কোন দিকে গড়ায়, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে? সূত্রের দাবি, এই সব বিষয় নিয়ে আলোচনা করতে পারেন মোদী-জয়শঙ্কর-রাজনাথ-শাহেরা।

সুত্রঃ আনন্দ বাজার।