আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি

অনলাইন ডেস্ক।
ইউক্রেনের রাজধানী কিয়েভে কারফিউ জারি করা হয়েছে। নগরীর মেয়র ভিটালি ক্লিটসকো আজ বৃহস্পতিবার এই কারফিউ ঘোষণা করেছেন। কিয়েভে প্রতিদিন রাত ১০টা থেকে স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত এই কারফিউ থাকবে।

মেয়র তার অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি শেয়ার করেছেন।

তিনি বলেন, ‘সামরিক হামলার মধ্যে এবং সামরিক আইন বলবৎ থাকা অবস্থায় রাজধানীর বাসিন্দাদের নিরাপত্তার জন্য এটি প্রয়োজনীয়। কারফিউ চলাকালীন গণপরিবহন বন্ধ থাকবে। তবে মেট্রো স্টেশনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খোলা থাকবে। ’
“আমরা সকল কিভিবাসীকে সময়মতো বাড়ি ফিরে যেতে বলছি।

আপনি যদি কারফিউ চলাকালীন শহরে চলতে চান, বিশেষ করে সমালোচনামূলক সংস্থার হয়ে, তাহলে আপনার অবশ্যই শনাক্তকরণ নথি থাকতে হবে,’- যোগ করেন তিনি।
সূত্র : সিএনএন, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :