নিজস্ব প্রতিবেদক।। আজ ২৫ ফেব্রুয়ারি পিলখানা শাহাদৎ বার্ষিকী । ২০০৯ সালের এ দিনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস ( বিডিআর ) বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি ) সদর দফতর পিলখানায় বিপথগামী সৈনিকরা ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করে । দিবসটি পালন করতে বিজিবি ও সেনাবাহিনী নানা কর্মসূচি গ্রহণ করেছে । দিনের কর্মসূচি অনুযায়ী শহীদ ব্যক্তিবর্গের রুহের মাগফেরাত কামনায় পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সকল রিজিয়ন , প্রতিষ্ঠান , সেক্টর ও ইউনিটের ব্যবস্থাপনায় খতমে কোরআন , বিজিবি’র সকল মসজিদ এবং বিওপি পর্যায়ে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে । সেনাবাহিনীর ব্যবস্থাপনায় শুক্রবার সকাল ৯ টায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির প্রতিনিধি , প্রধানমন্ত্রীর প্রতিনিধি , স্বরাষ্ট্রমন্ত্রী , তিন বাহিনীর প্রধানগণ ( সম্মিলিতভাবে ) , স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক ( একত্রে ) শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।।
Leave a Reply