দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপ্রধান আফগানিস্তানকে পরাজিত করায় খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ দল প্রথম ওয়ানডেতে (একদিনের আন্তর্জাতিক) চার উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৮৮ রানে জয়লাভ করে।
রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।
Leave a Reply