শিরোনাম :
বসন্ত পঞ্চম রাগে
Padma Sangbad

সংগ্রাম মিত্র।।
জনপ্রিয় বাচিকশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক ঋতুরাজ প্রামানিক তাঁর সংস্থা ‘ নান্দনিক মানুষ ‘ থেকে দীর্ঘ বহু বছর ধরে সমাজের উদীয়মান শিল্পীদের নিয়ে কাজ করে চলেছেন।সম্প্রতি পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র কলকাতা,ভারত সরকার মন্ত্রক ও মেকআপ আর্টিস্ট রক্তিম সেনের সংস্থা পদাবলী র যৌথ উদ্যোগে তিনি ” বসন্ত পঞ্চম রাগে ” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন রবীন্দ্র ভাব ধারায়।সাথে রয়েছেন অভিনেত্রী দেবিকা মুখার্জী,সঙ্গীত শিল্পী লাজবন্তী রায় ও চন্দ্রাবলী রুদ্র দত্তের মত বিশিষ্ট শিল্পীরা।

অনুষ্ঠানটি মঞ্চস্থ হবে আগামী ১০ই মার্চ বিকেল ৪টে থেকে ezcc কলকাতার রঙ্গ মঞ্চে।অতিথিশিল্পী হিসাবে নৃত্য উপস্থাপনা রাখবেন কলকাতার জনপ্রিয় শিল্পী বিশ্বপ্রতিম বোস,রক্তিম চন্দ,সুমনজিৎ চক্রবর্তী,শুভ জেনা,রাত্রি দাস,সৌম্য ভৌমিক প্রমুখ।






















