আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় পচা তালগাছ গায়ে পড়ে গৃহবধূর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি (২৭-০২-২২)।। চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় গ্রামে পচা তালগাছ গায়ের উপর পড়ে কুয়ারী বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের সাহাবুলের স্ত্রী কুয়ারী বেগম। তিনি দুপুরে রান্নার জন্য টিউবওয়েলে পানি আনতে যাচ্ছিল। এ সময় বাড়ির উঠানে থাকা পঁচা তালগাছ হঠাৎ তার গায়ের উপর পড়ে। এতে তিনি গুরুত্বর জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :